পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দেশের বাইরে চলে গেলেন, কথা বললেন এতে দেশে কি ক্ষতি হলো, বিচার বিভাগের কি ক্ষতি হলো তা দেখতে হবে। বিচার বিভাগে প্রলয় ঘটে গেছে। এই ক্ষত সারতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশইনফোডটকমডটবিডি আয়োজিত বিচারপতি এস কে সিনহার স্বপ্নভঙ্গ: বিচার বিভাগের ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, বিচার বিভাগের ভব্যিত তমসাছন্ন। কোন দলই বিচার বিভাগের স্বাধীনতার সপক্ষে দৃঢ় অবস্থান নেয় না। এ নিয়ে সব সরকারের মধ্যেই লুকোচুরি দেখা যায়। এস কে সিনহাকে নিয়ে এই আলোচনায় বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা থাকলে হয়ত ভালো হতো। বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধ মামলাসহ সিনহার সব রায়েই কিন্ত সরকার খুশি। কিন্ত ১৬তম সংশোধনীর রায়ে সরকার খুশি হতে পারেনি। বিচার বিভাগ নিয়ে এই সরকারের আমলে যা হয়েছে তা বহুদিন দেশে বিদেশে আলোচনায় থাকবে। তাই রায় নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। বেশি কথা বললে সিনহার অন্যান্য রায় নিয়েও কিন্ত প্রশ্ন উঠতে পারে। সেক্ষেত্রে বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধ মামলা ও ষোড়ষ সংশোধনীর রায়ও প্রশ্নবিদ্ধ হবে। ড. তুরিন আফরোজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, রাশেক রহমান, সাংবাদিক স্বদেশ রায়, বাপ্পাদিত্য বসু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।