পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি ও বিচারধীন মামলার বিষয়ে বিরূপ মন্তব্য করায় দুই মন্ত্রীর অপসারণ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গত শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনা সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইমলাম ও মুক্তিযুদ্ধমন্ত্রী বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাদের বক্তব্যে এক দিন পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বলেন, একটি বিচারাধীন মামলার ব্যাপারে সরকারের দুইজন উচ্চপদস্থ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বিচার বিভাগের জন্য হুমকিস্বরুপ। বিচার বিভাগকে নিয়ন্ত্রণের জন্য সরকার পাঁয়তারা করছে। এ ব্যাপারে আমরা ইতিপূর্বে বক্তব্য দিয়েছিলাম। আজকে মীর কাশেম আলীর মামলা নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য সেটাই আরো স্পষ্ট করে দিয়েছে। তিনি আরো বলেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে খেযাল খুশিমত বিচার বিভাগকে ব্যবহারের প্রচেষ্টা চালাচ্ছে। এই বক্তব্য মীর কাসেম আলীর মামলার ব্যাপারে নয়, এটা সর্বোচ্চ আদালতে ন্যায় বিচারের ক্ষেত্রে আঘাত স্বরূপ। বিচার প্রার্থীরা আজ হতাশ এই বক্তব্যে। আমরা মনে করি যেহেতু সংবিধান অনুযারী বিচার বিভাগ স্বাধীন এবং প্রধান বিচারপতিও বারবার একথাটি উচ্চারণ করে যাচ্ছেন সেক্ষেত্রে এরূপ ঔদ্ধ্যত্বপূর্ণ বক্তব্য বিচার বিভাগকে সম্পূর্ণভাবে অবজ্ঞা ও অবমাননা সামীল। তিনি বলেন, এ ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নতুবা দেশবাসী মনে করবে আমাদের ন্যায়বিচারের সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রীম কোর্টও বর্তমান ক্ষমতাসীন সরকারের রক্তচক্ষু দেখে ভীত। তাই আমরা সর্বোচ্চ আদালতকে এ ব্যাপারে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, দু’জন মন্ত্রী সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধানের রক্ষকরা যেভাবে সংবিধান ভঙ্গ করেছেন তাদের বিষয়ে কী ব্যবস্থা নিবে সেটা সরকারই ভালো জানেন। সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মাজেদুর রহমান পাটোয়ারী উজ্জ্বল, সদস্য অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ উজ্জ্বল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।