Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২৩-২৪ মার্চ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৬-১৭ বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য আগামী ২৩ ও ২৪ মার্চ দিন ধার্য করা হয়েছে। সমিতির এক সভায় গত রোববার নির্বাচন-সংক্রান্ত এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমিতির সুপারিনটেনডেন্ট নিমেষ চন্দ্র দাস। সুপ্রিম আইনজীবী সমিতির নির্বাচন-সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট হারুনুর রশীদের নেতৃত্বে সাত সদস্যের কমিটি দায়িত্ব পালন করবে। নির্বাচনে সুপ্রিম কোর্টের মোট পাঁচ হাজার ২৮ জন আইনজীবী ভোট দেবেন। ২৩ ও ২৪ মার্চ সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
আজ মঙ্গলবার থেকে আগামী ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল করা হবে। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২৩-২৪ মার্চ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ