Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পানের বরজে এক লাখ ইয়াবা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকার পানের বরজে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোররাতে সাবরাং বিওপির সদস্যরা এ অভিযান চালায়।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, টেকনাফের সাবরাং ইউপির আচারবুনিয়া এলাকায় একটি পানের বরজে ইয়াবা মজুদ রাখা হয়েছে- এমন খবর পেয়ে সাবরাং বিওপির সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। তারা এলাকার পানের বরজ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বরজের পাশের একটি ঝোপের ভেতর হতে একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। পরে বস্তাটি খুলে তাতে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ