Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসের পর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রিখটার স্কেলের ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস। দেশটির স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে এ শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের পর কেঁপে উঠেছে জাপানও। ৫.৬ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রিসের পশ্চিম উপকূলে রিখটার স্কেল ৬.৮ মাত্রায় ভূমিকস্প অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১১টা দিকে এ ভূমিকম্পে ১৫ থেকে ২০ সেমি পর্যন্ত সুনামির ঝড় উঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পর পর তিনটে আফটার শকে তাদের ঘুম ভেঙে যায়। সবচেয়ে বেশি সময় ধরে যে কম্পন হয় তাতে তাদের বাড়ির বেশ কিছু আসবাবপত্র জায়গা থেকে সরে যায়। এদিকে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে তীব্র আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অন্যদিকে গ্রিসে ভূমিকম্পের পর কেঁপে উঠেছে জাপান। দেশিটিতে রিখটার স্কেল ৫.৬ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পে সুনামির কোনো সতর্কতা নেই এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ