Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ান ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন ড্রোন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাশিয়া বলেছে, সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটির ওপর আমেরিকার এক ডজনের বেশি ড্রোন একবার হামলা চালিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে বৃহস্পতিবার সিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় রুশ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হেমেইমিম বিমানঘাঁটির ওপর ১৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয় যার মধ্যে ইউএস পজিদন-৮ ড্রোনও ছিল। এসব ড্রোন একসঙ্গে ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে এসেছিল। তবে জেনারেল ফোমিন ওই হামলার সুনির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করেননি। রাশিয়ার এ সেনা কর্মকর্তা বলেন, একজন ক্রু ১৩টি ড্রোন পরিচালনা করেছিল। সে সময় আমেরিকার পজিদন-৮ ড্রোন ভূমধ্যসাগর এলাকায় একটানা ৮ ঘণ্টা নজরদারির কাজ করে। যখন রুশ বাহিনীর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের মুখে পড়ে তখন এসব ড্রোনকে মানুয়ালি পরিচালনা করা হয়। এরপরও এসব ড্রোন রুশ ঘাঁটির দিকে অগ্রসর হলে সেগুলোকে ধ্বংস করা হয়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রোন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ