Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তর শোবিজের ড্রোন শো’তে বাংলাদেশের ৫০ বছর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

দেশের প্রথম শীর্ষস্থানীয় পেশাজীবি ইভেন্ট অর্গানাইজয়িং প্রতিষ্ঠান অন্তর শো বিজ। প্রতিষ্ঠানটি দেশে এবং বিদেশে প্রায় ৫ শতাধিক সাংস্কৃতিক ইভেন্ট এবং দেশ-বিদেশের ৩ শতাধিক সন্মাননা অর্জনের মাধ্যমে পূরণ করতে যাচ্ছে প্রতিষ্ঠার ৩০ বছর। বিগত তিন দশকে ৩০টির বেশি চমকপূর্ণ ইভেন্ট করে ব্যাপক সাফল্য ও সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। স্বাভাবিক ভাবেই এই কৃতিত্ব অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর। অনেকেই মাঝে মাঝে বিদেশি শিল্পী এনে একটা-দুইটা ইভেন্ট করে থাকে। কিন্তু ইভেন্টকে পেশা হিসেবে নিয়ে একটানা কাজের ধারাবহিকতা বজায় রাখতে সফল হয়েছে কেবল অন্তর শোবিজ। বলা যায় ইভেন্ট অর্গানাইজকে পেশা হিসেবে নেয়ার পথ প্রদর্শক স্বপন চৌধুরী এবং তার অন্তর শোবিজ। গত ৩১ মার্চ হাতিরঝিলে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য সমাপনির পুরো অনুষ্ঠাটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল অন্তর শোবিজ। এবারই বাংলাদেশে প্রথমবার কোন ‘ড্রোন শো’র আয়োজন করা হয়। রাতের আকাশে ড্রোনের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, বর্তমান সরকারের পদ্মসেতু, মেট্রোরেলসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ ড্রোন শোতে দেখানো হয় বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস। পরে টানা ৩০ মিনিট আতশবাজির বর্ণিল খেলা দর্শকদের ব্যাপক মুগ্ধ করে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল স্বাধীনতা উদযাপন সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি এবং সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ইভেন্টের মাধ্যমে অন্তর শোবিজ আবারও তার স্বকীয়তা প্রমাণ করেছে। এদিন ড্রোন শো’এর পর মঞ্চে ওঠেন দেশের স্বনামখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, শাহিন সামাদ, শৃভ্রদেব, কোনাল, লিজাসহ আরো অনেকেই। স্বপন চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই অন্তর শোবিজ নতুন এবং ভিন্ন কিছু আয়োজনের চেষ্টা করে আসছে। ব্যক্তি উদ্যোগের বাইরে সরকারী এবং বেসরকারী ইভেন্ট অর্গানাইজের ক্ষেত্রেও এগিয়ে অন্তর শোবিজ। ২০২০ মুজিববর্ষের ফাইনাল কাউন্ট ডাউন উদ্ধোধনী অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব্ও পেয়েছিল অন্তর শোবিজ। হাতিরঝিল সড়ক উদ্ধোধনী অনুষ্ঠানট্ওি ব্যবস্থাপনায় ছিল অন্তর শোবিজ। এর আগে ঢাকায় ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক ইন্টালিজেন্স চীফ কনফারেন্স-এপিআইসিসি’র আয়োজন করে অন্তর শোবিজ। এই কনফারেন্সে বিশ্বের ১৫০ গোয়েন্দা প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যখন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণের স্বীকৃতি লাভ করে সেই সাফল্য উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে অন্তর শোবিজ আয়োজন করে এক বর্ণাঢ্য ইভেন্ট। সেখানেও প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১০ সালে অন্তর শোবিজ ঢাকায় আয়োজন করে বিশ্ব সাঙ্গীত উৎসব। যেখানে ১৫০ দেশের শিল্পীরা বাংলা গান গেয়ে চমকে দিয়েছিলেন ঢাকার দর্শকদের। ওই অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরই বলিউড কিং খান শাহরুখ খানকে ঢাকায় এনে বাংলাদেশকে চমকে দেন স্বপন চৌধুরী। শাহরুখ খানের সাথে সেসময় ঢাকা আসেন বলিউড নায়িকা রানি মুখার্জি, অর্জুন রামপালসহ আরো অনেকেই। ২০০৩ সালে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত তারকা আদনান সামীর ঢাকা কনসার্ট অন্তর শোবিজের সুনাম ছড়িয়ে দেয় দেশে এবং বিদেশে। এর আগে এবং পরে অন্তর শোবিজ পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডর জুনুনকে নিয়ে ঢাকা চট্রগামে আয়োজন করেন ১২টি কনসার্ট। বিশ্বের সেরা সুন্দরী প্রতিযোগিতার মাদার কোম্পানী থেকে ফ্রাঞ্চাইজ নিয়ে বাংলাদেশে প্রথমবার অন্তর রেশাবিজ আয়োজন করে মিসওয়ার্ল্ড বাংলাদেশ কনটেস্ট। অন্তর শোবিজের বেশিরভাগ ইভেন্টেই বিদেশি শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, বেবী নাজনীন, নগর বাউল জেমস, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, সামিনা চৌধুরীসহ বাংলাদেশি প্রায় সবব্যান্ডসহ একক শিল্পী। এছাড়াও টানা তিন দশকের বিভিন্ন সময়ে অন্তর শোবিজ সফলভাবে আয়োজন করে-আদনান সামি, রেমো ফার্নান্ডেজ, কুমার শানু, শান, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, বাপ্পি ল্যাহেড়ি, বোম্বে ভাইকিংস, ইন্ডিয়ান আইডল, স্ট্রিংস, মুহিত চৌহান, হ্ওায়া হ্ওায়া খ্যাত পাকিস্তানি সিংগার হাসান জাহাঙ্গীরসহ আরো অনেক সুপার সিংগারের সফল কনসার্ট। এছাড়া কানাডা, মধ্যপ্রাচ্যসহ টানা ৩০ বছরে দেশে এবং বিদেশে প্রায় ৫০০ কনসার্ট করে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। স্বপন চৌধুরী বলেন, ইভেন্টা ম্যানেজমেন্টকে আমি শিল্প হিসেবে দাঁড় করিয়েছি। আমি জানি, মাঝে মাঝে দুয়েকজন আয়োজক বিদেশি শিল্পী এনে একটা-দুইটা ইভেন্ট করে, তাদের বেশিরভাগই অন্য পেশার। কিন্তু শুরু থেকেই ব্যক্তি উদ্যোগে বাণিজ্যিকভাবে ইভেন্ট করে আসছে অন্তর শোবিজ। এখন সরকারী এবং বেসরকারী বড় বড় ইভেন্টের দায়িত্ব্ পায় আমার প্রতিষ্ঠান, এটা আমার সবচেয়ে বড় সাফল্য। তবে এই সাফল্যের বড় অংশীদার অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট নাসরিন চৌধুরী। ইভেন্ট অর্গানাইজিংকে রাষ্ট্রীয় শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে স্বপন চৌধুরী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদেও অধিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন চৌধুরীর নতুন স্বপ্ন শিল্পাঙ্গণ সংশ্লিষ্টদের জন্য ঢাকার অদূরে একটি অ্যাম্যুউজমেন্ট পার্ক গড়ে তোলা। এছাড়া বিশ্বখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার এবং বাংলাদেশ দলের প্রীতি ফুটবল ম্যাচ তারিখ ঘোষণা করবেন তিনি। ইতোমধ্যেই ম্যানচেষ্টার ক্লাবের একটি টিম সম্ভবনা যাচাইয়ে বাংলাদেশ ঘুরে গেছেন। বাংলাদেশ থেকে এই প্রীতিম্যাচে খেলবেন দেশের ১১ লিজেন্ড ফুটবলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্তর শোবিজের ড্রোন শো’তে বাংলাদেশের ৫০ বছর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ