প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়ক, প্রযোজক ফেরদৌস আহমেদ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এ ধারাবাহিকতায় এবার শিশুদের নিরাপত্তায় সচেতনতা তৈরী করতে এগিয়ে এসেছেন। শিশুদের দৈহিক ও মানিসক নিরাপত্তা নিশ্চিত করতে একটি জনসচেতনতা মূলক বিজ্ঞাপন নির্মিত হয়েছে বিজ্ঞাপনী সংস্থা নিউক্লিয়াস লিমিটেড থেকে। যাদের সার্বিকভাবে সহযোগিতা করছে সেভ দ্য চিলড্রেন ও ব্রেকিং দ্য সাইলেন্স। সম্প্রতি ফেরদৌস তার অংশের শুটিং-এ অংশ নেন। সারাদেশের শিশুদের অভিভাবক, শিক্ষক’সহ আরো অন্যান্যদের মধ্যে শিশু স্বাস্থ্য ও মানসিক নিরাপত্তা’য় সচেতনতা সৃষ্টিতে ফেরদৌস আহমেদ বিজ্ঞাপনটির শেষ অংশে এসে উপস্থিত হবেন একটি গুরুত্বপূর্ণ সংলাপ নিয়ে। ফেরদৌস বলেন, ‘একজন শিল্পী হিসেবে এই ধরনের সচেতনতামূলক কাজে আমি সবসময় আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি। কাজের ব্যস্ততা না থাকলে এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। এই দেশ, দেশের মানুষই আমাকে আজকের ফেরদৌসে পরিণত করেছে। তাই একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের জন সচেতনতামূলক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করি। আমার এই অংশগ্রহনের মধ্যদিয়ে যদি সমাজের, দেশের উপকার হয়-এটাও আমার জন্য অনেক বড় পাওয়া হবে বলে আমি মনে করি।’ নিউক্লিয়াসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল এহসান ফয়সাল বলেন, ‘ফেরদৌস ভাই আমাদের দেশের নন্দিত একজন নায়ক। আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি শিশুদের পাশে দাঁড়িয়েছেন, এটা আমাদের জন্য অনকে বড় পাওয়া। ফেরদৌস ভাইয়ের গ্রহণযোগ্যতা এদেশের প্রতিটি ঘরে ঘরে আছে। তাই তার মুখ থেকে সংলাপ শুনে সাধারণ মানুষও অনেক সচেতন হবে।’ আগামী মাস থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে সম্প্রতি মুক্তি পায় ফেরদৌস অভিনীত দুটি চলচ্চিত্র। একটি একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ এবং অন্যটি মিনহাজের ‘মেঘকন্যা’। বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তি পাবার কথা রয়েছে ফেরদৌস প্রযোজিত ও অভিনীত ‘পোস্টমাস্টার ৭১’ চলচ্চিত্রটি। এতে ফেরদৌসের বিপরীতে আছেন মৌসুমী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।