রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষ্মীপুর জেলার সাথে নোয়াখালী যাতায়াতের মাধ্যমে চর লরেঞ্চ-ইমান আলী মার্কেট সড়ক। এই সড়কটি এই অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সড়ক দেখলে মনে হয় এটি একটি পুকুর বা নদী। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দীর্ঘ ১০ বছর ধরে সংস্কার না করাই এমন অবস্থা হয়েছে বলে জানান এলাকাবাসী। লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর ও নোয়াখালী জেলার সোনাপুর, মাইজদী, শান্তিরহাট, বুদ্ধিনগর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের বিকল্প সহজ পথ এই সড়কটি।
এই অঞ্চলের ৫০ হাজার মানষের যাতায়াতের একমাত্র মাধ্যমে এই সড়ক। সড়কের এমন দুরাবস্থায় উদ্বিগ্ন করে তুলেছে এলাকাবাসীকে। এছাড়া বিভিন্ন ধরনের যাত্রীবাহী বাস বা মালবাহী ট্রাক চলাচল করে সড়ক দিয়ে। সড়কের এমন দুরাবস্থায় বাস-ট্রাক সহ যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়।
বর্তমানে জনবহুল এই সড়ক দেখলে মনে হয় সড়ক নয় যেন মরন ফাঁদ। রাস্তা নয় যেন পুকুর বা নদী। একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি জমে। এতে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও হাট বাজার করতে আসা জনসাধারণ প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হয়। ফজুমিয়ার হাট বাজারের ব্যবসায়ী ডাঃ জসিম উদ্দিন বলেন এটি রাস্তা না কি খাল বুঝার উপায় নাই। এলাকায় এতো নেতা থাকতে রাস্তার অবস্থা খুবই নাজুক। উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্র জানা গেছে এই সড়কটি বিগত ৪ দলিয় জোট সরকারের আমলে করা হয়।
এরপর নামকাওয়াস্তে সংস্কার করা হলেও তাতে ব্যাপক দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে কাজ শেষ হয়। নিম্নমানের কাজ করায় অল্প কিছুদিনের মধ্যেই সড়কের অবস্থা ক্ষত-বিক্ষত। এরপর দীর্ঘ ১০ বছর ধরে সংস্কারের অভাবে সড়কের অবস্থা এমন হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জানান সড়কটি অতি দ্রুত টেন্ডারের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।