Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিরোধী প্রচার বাড়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ৮:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিরোধী প্রচারণা বৃদ্ধি পাচ্ছে। আগামী ৬ নভেম্বর এ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর প্রচারণা। প্রতিপক্ষকে ঘায়েল করতে এসব প্রচারণায় উঠে আসছে নানা ইস্যু। তবে বেশি গুরুত্ব পাচ্ছে মুসলিম বিরোধী বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, স্পর্শকাতর এই ইস্যুটি বেশ প্রভাব ফেলবে মধ্যবর্তী নির্বাচনে। খবর দি ইন্ডিপেন্ডেন্ট।
সোমবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ‘মুসলিম অ্যাডভোকেটস’ নামে একটি সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থীদের অনেকেই সুকৌশলে তাদের প্রচার কর্মসূচিতে মুসলিমদের সম্পর্কে ভীতি ছডানোর চেষ্টা করছেন। বিশেষত, মুসলিম দেশগুলো থেকে আসা অভিবাসীদের সম্পর্কে মার্কিন ভোটদাতাদের বিরূপ করে তোলার চেষ্টা চলছে।
সংগঠনের পরিচালক স্কট কিম্পসন বলেন, প্রতিটি অঞ্চলেই মুসলিম বিরোধী প্রার্থীরা রয়েছেন। এ পর্যন্ত ৮০ জন প্রার্থীর কথা তারা জানতে পেরেছেন। তারা প্রায় সকলেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির। তারা এই মুসলিম ভীতি ছড়াচ্ছেন।
মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ৩৬টি রাজ্য এবং ৩টি আঞ্চলিক পরিষদের গভর্নরও নির্বাচিত হবেন। তবে উদারপন্থী মার্কিন নাগরিকদের অনেকেরই নির্বাচন ঘিরে আশঙ্কা রয়েছে। স্কটের কথায়, তথাকথিত রক্ষণশীল এলাকাগুলোর পাশাপাশি মুক্তচিন্তার অঞ্চল হিসেবে পরিচিত এলাকাগুলোতে মুসলিমবিরোধী প্রচার বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ