রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মোসলেমের হাট কালিগঞ্জ থেকে বাঁশতলা ব্রিজ সড়কটি বেহাল দশা। ১৩ কিলোমিটার সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এটি দেখে মনে হচ্ছে সড়কটি মেরামত ও তদারকীকারী প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা নেই। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির দুরবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে- গাড়ি চলাচল তো দূরের কথা, জনসাধারণের চলতে কষ্ট হচ্ছে। কিছু কিছু স্থানে এমন হাল সৃষ্টি হয়েছে- জরুরি মালবাহী গাড়ি, অ্যাম্বুলেস, ফায়ার সার্ভিস, পুলিশের গাড়িসহ সকল প্রকার ইঞ্জিনচালিত গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি বাঁশতলা মৎস্য সেট ও খেজুরতলা মৎস্য সেট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বহনে এই সড়কটি একমাত্র ব্যবহার করা হয়।খানাখন্দে ভরা, ব্রিজ ছিদ্রসহ সড়কে বড় বড় গর্তে পানি জমে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ জনসাধারণ।এ সড়কটি দিয়ে প্রতিদিন জনসাধারণ জরুরি প্রয়োজনে সড়কটি একমাত্র রাস্তা হওয়ায় স্কুল, কলেজের কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসাসহ বিভিন্ন পেশার মানুষকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বর্ষার মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ওই এলাকার মানুষের দুরবস্থা আরো বেড়ে গেছে। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ কয়েক বছর সংস্কার না হওয়ায় ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলাকে দায়ী করেছেন।
অতি শীঘ্রই রাস্তাটি পুন:নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।