রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জে মদপান করিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ওই স্কুলছাত্রী মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাড়ি কলিগ্রামে।
ওই স্কুলছাত্রী অভিযোগ করে জানায়, প্রতিবেশী কলিগ্রাম বঙ্গরত্ন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সোহাগ মল্লিকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি এ সম্পর্কে ফাঁটল ধরে। এ নিয়ে সোহাগ তাকে দেখে নেয়ার হুমকি দেয়। মঙ্গলবার ২৩ অক্টোবর রাত ৮টার দিকে সে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। সোহাগ সেখান থেকে মুখ চেপে ধরে তাকে পাশ্ববর্তী ঝোপের মধ্যে নিয়ে জোর করে মদপান করায়। মদপান করিয়ে তাকে অজ্ঞান করে ধর্ষণ শেষে সেখানে ফেলে রেখে যায়। পরের দিন সকালে তার সজ্ঞা ফিরলে সেখান থেকে বাড়ি এসে সবাইকে এ ঘটনা বলে দেয়। বুধবার তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে ভর্তি করা হয়। ধর্ষণে তার রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছে।
ওই শিক্ষার্থী আরো জানায়, প্রেম প্রত্যাখ্যান করায় সোহাগ এভাবে প্রতিশোধ নিয়েছে। এ ঘটনার পর থেকে সোহাগ পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেরারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা ইসলাম বলেন, ওই ছাত্রীর মেডিক্যাল করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।