রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক ব্যবসায়ী সন্দেহে সাবেক মেয়রের ছেলে সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধায় কোটালীপাড়া থানার এসআই বাচ্চু মোল্লা, এএসআই খয়বর রহমান, এএস আই কামরুজ্জামান, এএসআই হাসমত উল্লাহ ও এএসআই আনিসুল হক এলাকায় জরুরী ডিউটি ও বিশেষ অভিযান পালন কালে উপজেলার ঘাঘর বাজারে মন্দিরের পাশে জুয়েলের চা দোকানের সামনে ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে রিয়াজ শেখ (২১), জুয়েল খান(১৯), তৌকির হাজরা (২২) ও সাজ্জাদ শেখ(২০)কে গ্রেফতার করে। এসময় রিয়াজের কাছ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রিয়াজ শেখ উপজেলার ঘাঘর কান্দা গ্রামের ছালাম শেখের ছেলে, জুয়েল খান গোপালপুর গ্রামের পান্নু খানের ছেলে, তৌকির হাজারা মদনপাড়া গ্রামের উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে ও সাজ্জাদ ঘাঘর কান্দা গ্রামের ফারুক শেখের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তৌকির হাজরা ও সাজ্জাদ শেখের কোন সম্পৃক্ততা না থাকায় রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। রিয়াজ ও জুয়েলের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান- ঘাঘর বাজারে জুয়েলের দোকানের সামনে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্ততে পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তৌকির ও সাজ্জাদের কোন সম্পৃক্ততা না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং রিয়াজ ও জুয়েলের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর দিকে তাদেরকে আটকের পরপর মাদক ক্রয় বিক্রয় ও সহযোগিতাকারীদের গ্রেফতার ও গ্রেফতার করে তাদেরকে না ছাড়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ ও অন্যান্য ছাত্রলীগ নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।