রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামী রিয়াজুল শেখকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। রিয়াজুল শেখ বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের দুলু শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামের বাসিন্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল আলম মিয়া সুফির বাড়ীতে দস্যুতার মামলার আসামী বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের দুলু শেখের ছেলে রিয়াজুল শেখ (২৯) কে বুধবার বিকালে ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা অস্ত্রের কথা স্বীকার করে। রাত সোয়া ১২টার দিকে রিয়াজুল শেখকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তার দেখানো মতে তার বাড়ীর খড়ের গাদার নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ বের করে দেয়। এব্যাপারে গতকাল বৃহস্পতিবার অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াজুল শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ দস্যুতার মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।