মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান সংশ্লিষ্টতার অভিযোগে আট জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ দফতর। বৈশ্বিক সন্ত্রাসী তালিকাভুক্ত হিসেবে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ছয় তালেবান সদস্য ও ইরানের বিপ্লবী গার্ডের দুই সদস্য। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া এসব সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর একটি জোট। মার্কিন অর্থ দফতরের বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা তালেবান সদস্যদের দুইজন পাকিস্তানি ও চারজন আফগান নাগরিক। আফগানিস্তানে আত্মঘাতী ও অন্যান্য প্রাণঘাতী হামলার জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া তালেবান সদস্যদের অর্থনৈতিক ও সরঞ্জাম সহায়তার অভিযোগে ইরানের কুদস বাহিনীর ইবরাহিম ওহাদি ও ইসমাই’লস রাজাভি নামের দুই সদস্যকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রর সীমানায় থাকা এসব ব্যক্তিদের সম্পত্তি বা লাভজনক সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।