Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটজনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান সংশ্লিষ্টতার অভিযোগে আট জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ দফতর। বৈশ্বিক সন্ত্রাসী তালিকাভুক্ত হিসেবে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ছয় তালেবান সদস্য ও ইরানের বিপ্লবী গার্ডের দুই সদস্য। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া এসব সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর একটি জোট। মার্কিন অর্থ দফতরের বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা তালেবান সদস্যদের দুইজন পাকিস্তানি ও চারজন আফগান নাগরিক। আফগানিস্তানে আত্মঘাতী ও অন্যান্য প্রাণঘাতী হামলার জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া তালেবান সদস্যদের অর্থনৈতিক ও সরঞ্জাম সহায়তার অভিযোগে ইরানের কুদস বাহিনীর ইবরাহিম ওহাদি ও ইসমাই’লস রাজাভি নামের দুই সদস্যকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রর সীমানায় থাকা এসব ব্যক্তিদের সম্পত্তি বা লাভজনক সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ