Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্তুগালে দাবানল নিয়ন্ত্রণে ‘ছাগল’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ৪:৪৩ পিএম

দাবানল বা আগুন নিয়ন্ত্রণের বিষয়টি যখনই আমাদের সামনে আসে, ঠিক তখনই আপনা আপনি দমকলবাহিনীর বিষয়টিও মাথায় ঘুরপাক খায়। তবে পর্তুগাল সরকার এ বিষয়ে নিয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ। দেশটিতে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে ছাগল বাহিনী। খবর এএফপি।
এ বিষয়ে সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ দাবানলের ফলে পর্তুগালের পর্বতগুলো প্রতি বছরই বিভিন্ন হুমকির সম্মুখীন হয়। মূলত এ অবস্থা থেকে বাঁচতে প্রাকৃতিক এবং স্বল্প ব্যয়ী দাবানল প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে ছাগল ব্যবহার করা হবে।
সংবাদে আরও বলা হয়, এই ছাগল বাহিনীতে ইতোমধ্যে মোট ৩৭০টি ছাগল যুক্ত করা হয়েছে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে শুরুতে এরাই কথাও দাবানল লাগলে তা তাৎক্ষণিক প্রতিরোধ করবে। তারা মুহূর্তের মধ্যে দেশটির এক বন থেকে অন্য বনে ছড়িয়ে যাবে এবং সেখানকার ছোট ঘাস-লতাপাতা সবকিছুই খেয়ে ফেলবে। ফলে দ্রততার সঙ্গে এ আগুন ছড়াতে পারবে না।
এ প্রসঙ্গে পর্তুগালের প্রকৃতি ও বন সংরক্ষণ ইনস্টিটিউটের প্রধান অ্যান্তোনিও বোর্জেস বলছেন, ‘এটা সবচেয়ে প্রাকৃতিক ও স্বল্প ব্যয়ী একটি পদ্ধতি।’
উল্লেখ্য, গত বছর দাবানলের ফলে পর্তুগালে অন্তত ১০০ জন লোক মারা যায়। সে সময় অভিযোগ তোলা হয়, পর্তুগালের দমকলবাহিনীর সঙ্গে দেশটির সরকারের কোনো সমন্বয় নেই। মূলত এরপর থেকেই এই দাবানল নিয়ন্ত্রণে সক্রিয় হয়ে উঠেছে সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবানল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ