বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে আসা গাড়ি বহর মাঝপথে আটকে দেওয়ার অভিযোগ করেছেন সিলেটে ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। সমাবেশ মঞ্চের মাইকে আলী আহমদ অভিযোগ করে বলেন, জৈন্তাপুর থেকে ৪/৫টি বাস নিয়ে সিলেট নগরীর রেজিস্টারি মাঠের সমাবেশে আসার জন্য রওয়ানা করেছিলেন নেতাকর্মীরা। তবে পুলিশ তাদের বাস পথেই আটকে দেয়। তাদের সমাবেশে আসতে দেয়নি। সমাবেশে আসতে এভাবে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আলী আহমদ। রেজিস্টারি বেলা ২টা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরুর হওয়ার কথা। ইতোমধ্যে মাঠে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। স্থানীয় নেতারা মঞ্চের মাইকে বক্তব্য রাখছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।