পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পতেঙ্গা থানা পুলিশের মামলায় ২৪ সেপ্টেম্বর থেকে কারাগারেই আছেন বিএনপি কর্মী মো. জালাল উদ্দিন। অথচ গত ১০ অক্টোবর তিনি পতেঙ্গা থানা এলাকায় পুলিশের উপর ককটেল ছুঁড়েছেন, করেছেন গাড়ি ভাঙচুর।
পুলিশ ওই অভিযোগে তার বিরুদ্ধে সেদিনই পতেঙ্গা থানায় আরও একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ১১(১০)১৮। এমন তথ্য জানিয়ে নগর বিএনপি নেতারা বলছেন, সরকারের হুকুম তামিল করতে গিয়ে পুলিশ এখন বেপরোয়া। চট্টগ্রাম মহানগর এবং জেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার শেষ নেই। এসব মামলায় চলছে ধরপাকড়। নেতাকর্মীরা বাড়িঘর ছাড়া।
তবে পুলিশ কর্মকর্তাদের দাবি, গায়েবি মামলা বলে কিছু নেই। ঘটনা ঘটেছে বলেই মামলা হয়েছে। যারা অপরাধী নয় তদন্তে তাদের অভিযোগ থেকে বাদ দেয়া হবে।
এদিকে গতকাল মঙ্গলবার দৈনিক ইনকিলাবে ‘বজ্রপাতেও মামলা-আসামী বিএনপি নেতাকর্মীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি দিনভর ছিল আলোচনায়। রাজনৈতিক সচেতন পাঠকরা অনলাইন সংস্করণে তাদের সুচিন্তিত মতামতও ব্যক্ত করেন।
পাঠক শওকত আলী লিখেছেন ‘মামলাই এখন আওয়ামী লীগের হাতিয়ার’, ইয়াছিন আরাফাত তুহিনের মন্তব্য ‘সকলকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে-তিনি পুলিশ অথবা কৃষক’, জুয়েল মিয়া লিখেছেন ‘মৌসুমী ফল হিসেবে বিএনপি এখন মামলা খাচ্ছে, কিন্তু বীজগুলো আগামী দিনের বিরোধী দলের জন্য জমা থাকছে’, আল আমিনের মন্তব্য ‘আর কত কি দেখতে হবে আল্লাহ জানে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।