পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সোনাপুর-সোনাগাজী-জোরালগঞ্জ সড়কের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। নোয়াখালীর সোনাপুর থেকে চট্টগ্রামের জোরালগঞ্জ সড়কের মধ্যবর্তী ছোট ফেনী নদীর উপর সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৪৭৮.১৭১ মিটার সেতুর দুই পাশে ১২৪০ মিটার সংযোগ সড়ক নির্মিত হয়েছে। এরমধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ অংশে ৭৫০ মিটার এবং ফেনীর সোনাগাজী অংশে ৪৯০ মিটার রয়েছে। সেতু নির্মাণে ৪০ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা এবং সংযোগ সড়ক নির্মাণে ১০ কোটি ৩২ লাখ ৮হাজার টাকা ব্যায় হয়েছে। নোয়াখালী সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সেতু প্রসস্থতা ১০.২৫মিটার। এরমধ্যে ক্যারেজওয়ে ৭.৩০মিটার। সেতুটিতে ১১টি স্প্যান, পিয়ার ১০টি, এবাটমেন্ট ২টি ও পাইল সংখ্যা ১৭০টি। উল্লেখ্য, নোয়াখালী ও বন্দরনগরী চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ সহজতর করার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সোনাপুর-সোনাগাজী-ওলামাবাজার-চরদরবেশপুর-কোম্পানীগঞ্জ সড়ক নির্মাণ চলছে। সড়কটি চালু হলে নোয়াখালী থেকে চট্টগ্রামের দূরত্ব কমে যাবার পাশাপাশি স্বল্প সময়ে যাতায়াত সম্ভব হবে। নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল ইনকিলাবকে জানান, চলতি বছরের মধ্যে সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার আশা করা যাচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ছোট ফেনী নদীর উপর নির্মিত সেতুটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।