মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকজন রুশ নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরদ্ধে ইউক্রেন নিষেধাজ্ঞা আরোপ করার পর পুতিন এ পদক্ষেপ নিলেন।
এ বিষয়ে গত সোমবার ক্রেমলিনের ওয়েসাইটে পরিবেশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে অবন্ধুসলভ আচরণের কারণে প্রেসিডেন্ট নিষেধাজ্ঞার ডিক্রিতে সই করেছেন। একইসঙ্গে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদা রকমের ব্যবস্থা নেয়া হতে পারে বলে ওয়েবসাইটের খবরে বলা হয়েছে।
২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া একীভূত হওয়ার পর ইউক্রেন মূলত মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো চলতি বছরের জুন মাসে আদেশ জারি করেন। রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার জন্য ক্রিমিয়ার জনগণই ভোট দিয়েছিল কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টি মেনে নেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।