মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের এক প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুসলমানরা রামমন্দির নির্মাণ সমর্থন না করলে তাদেরকে তার পরিণতি ভোগ করতে হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।
রোববার বাঘপতে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, মুসলমানরা রামের বংশধর, মুঘলদের নয়। তাই তাদের রামমন্দির নির্মাণ সমর্থন করা উচিত। তারা রামমন্দির নির্মাণ সমর্থন না করলে হিন্দুরা তাদের ঘৃণা করবে, তা তারা ভালোই জানে। এ ঘৃণা বাড়তে থাকলে তার পরিণতি কি হবে তাও তারা জানে।
গিরিরাজ সিং বলেন, রামমন্দিরন ইস্যুটি হচ্ছে দ্বিতীয় স্টেজের ক্যান্সারের মত। এখনি চিকিৎসা না করলে তা আর সারবে না।
তিনি বেশী সন্তান জন্মদানকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করার আহবান জানান। তিনি বলেন, নির্দিষ্ট সংখ্যক সন্তানের বেশী সন্তান হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। যারা এ নিয়ম মানবে না তারা ভোট দিতে পারবে না। উল্লেখ্য, মুসলমানদের সন্তান সংখ্যা বেশী বলে তারা হিন্দুত্ববাদীদের সমালোচনার শিকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।