বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আন্ত:জেলা প্রাইভেট কার চোর চক্রের নারীসহ ৫ সদস্যকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ভোলার দৌলতখান থানার কলাকোপা গ্রামের বশির উদ্দিনের ছেলে মামুন (২৩), চাঁদপুরের মতলব থানার নওজান গ্রামের টিটু (২৮), পিরোজপুরের কাউখালী থানার মেঘপাল গ্রামের শহিদুল ইসলাম (৩০), বগুড়ার ধুনট থানার শেহুলিয়াবাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩) ও ফরিদপুরের আলফডাঙ্গা থানার চরডাঙ্গা গ্রামের শারমিন আক্তার রাণী (১৯)। শারমিন গ্রেফতার টিটুর স্ত্রী। গ্রেফতার সবাই সাভার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। রোববার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনের সামনে থেকে কারসহ তাদের গ্রেফতার করে। পুলিশ সুপার বলেন, তারা প্রথমে ভালো মানের একটি প্রাইভেট কারকে টার্গেট করে ভাড়ায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে চালকের সাথে সখ্যতা তৈরি করে। পরে সুযোগ বুঝে পানীয়র সাথে অতিমাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে চালককে অজ্ঞান করে। জ্ঞান হারানো চালককে সুবিধামত জায়গায় ফেলে দেয়। এ পর্যন্ত রাজশাহী জেলা পুলিশ চোরাই ১৪টি ট্রাক ও ২টি প্রাইভেট কার উদ্ধার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।