Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

গাড়িতে এলজিইডির স্টিকার ভেতরে ১ লাখ ৪০ হাজার ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

এলজিইডি মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে পাচারের সময় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই প্রাভেট কার আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর ইপিজেড থানার ২ নং মাইলের মাথা এলাকা থেকে প্রাইভেট কারটি আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- টেকনাফ উপজেলার বটতলী ইউনিয়নের শামসুল আলমের পুত্র মোঃ জাবেদ (২০) এবং ফরিদপুরের মধুখালী কামালদিয়া গ্রামের আলম মোল্লার পুত্র মঞ্জুরুল ইসলাম ওরফে তারা মোল্লা (৪০)।

পুলিশ জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। টেকনাফ থেকে ইয়াবা এনে তারা চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে এলজিইডি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো হয়। ১ লাখ ৪০ হাজার ইয়াবার চালানটি তারা কক্সবাজার থেকে সংগ্রহ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক ব্যক্তির কাছে চালানটি পৌঁছে দিতে যাচ্ছিল তারা।

উল্লেখ্য, এর আগে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ধরা পড়েছে ইয়াবা ও অস্ত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ