প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ২৮তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। মোাট ষোলটি পরিবেশনা থাকছে এবারের পরিবর্তনে। গান রয়েছে তিনটি। দেলোয়ার আরজুদা শরফ এর কথায় প্লাবন কোরেশীর সুরে ইন্দুবালা শিরোনামের জনপ্রিয় গানটি গাইবেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী বিন্দু কনা। কথা সুর অবিকৃত রেখে গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু। সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক সুজন আরিফের সুর ও সঙ্গীতে আরেকটি গান গাইবেন ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী কিশোর। প্রেমের প্রেমে পড়েছি আমি, প্রেমতো আমার প্রেমে পড়ে না’ এমন কথামালার রোমান্টিক এই গানটি গেয়েছেন এবং মিলনায়তনের দর্শকদের সামনে পরিবেশন করেছেন কিশোর। বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী লিজা গাইবেন রবিউল ইসলাম জীবন এর কথায় জনপ্রিয় সংগীত পরিচালক জুয়েল মোর্শেদের সুরও সংগীতায়োজনে একটি গান। বরাবরের মতোই লিজা চমৎকার গেয়েছেন এবং পারফরমেন্স করেছেন। নৃত্যপরিচালক ও নৃত্যশিল্পী আবু নাঈমের পরিচালনায় জনপ্রিয় একটি গানের সাথে নাঈম ড্যান্স কোম্পানির সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন এই সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতা ও নৃত্যশিল্পী শাহেদ এবং প্রথমা। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের কালজয়ী অনুষ্ঠান, বর্তমান সরকারের উন্নয়নমূলক মেগাপ্রকল্প এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস বিষয়ক কুইজের মাধ্যমে। এছাড়া রয়েছে পরিবর্তনের নিয়মিত পর্ব। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।