মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের ইস্তাম্বুলে সউদী দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে সউদী আরব। তদন্তকারী দলের প্রাথমিকভাবে পাওয়া তথ্য তুলে ধরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে জামাল খাশোগির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একে অগ্রহণযোগ্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৮ দিন পর সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের জট খুললো বলে বিষয়টি পরিষ্কার করেছে সউদী কর্তৃপক্ষ।
প্রথমে এক বিবৃতি পরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সংবাদে বলা হয়েছে, ইস্তাম্বুলে সউদী দূতাবাসে খাশোগি যাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি মারা যান।
খাশোগি বিষয়ে তদন্তে জড়িত সউদী গোয়েন্দা সংস্থার দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে এরই মধ্যে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে সউদী কর্তৃপক্ষ। এছাড়া, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তদন্ত সংস্থা পুনর্গঠন করার নির্দেশ দিয়েছেন সউদী বাদশাহ সালমান।
সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সউদী কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন। ওই ঘটনায় সউদী আরব দায়ী বলে তুরস্ক অভিযোগ করলেও এতদিন তা প্রত্যাখ্যান করে এসেছিলো সউদী কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।