Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম-কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

লবণবোঝাই ট্রাক আর জীপের ইয়ার ক্লিনারে লুকিয়ে পাচারকালে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে চারজনকে। গতকাল (শুক্রবার) চট্টগ্রাম ও কক্সবাজারে এই পৃথক দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ চট্টগ্রামের দুটি টিম। র‌্যাবের সিনিয়র এএসপি মিমতানুর রহমানের নেতৃত্বে নগরীর বাকলিয়া নবাবখান কলোনী এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক আটক করা হয়। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ওই ট্রাকের চালক ও সহকারি ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ার সময় তাদের পাকড়াও করা হয়। তারা হলেন মো. আমিনুর ইসলাম (২২) ও মাছফুহুর ইসলাম স্বপন (১৯)। পরে তাদের দেখানো মতে লবণে ভেতরে লুকিয়ে রাখা ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-১১৫১) জব্দ করা হয়।
এদিকে টেকনাফ থেকে জীপে পাচারকালে ১৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। কক্সবাজার জেলার সদর থানাধীন শুকনারছড়ি এলাকার হ্যাচারির সামনে মেরিন ড্রাইভে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, রহমত উল্লাহ (৩২) ও মো. ইব্রাহিম (৩০)। পরে জীপটিতে তল্লাশি চালিয়ে ইয়ার ক্লিনারের ভিতরে অভিনব কায়দায় লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জীপটি (ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪) জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ