প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শিশু-কিশোরদের নাটকের দল ‘জেনেসিস থিয়েটার’ পরিবেশন করবে নাটক ‘দামাল ছেলে নজরুল’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মজীবনী নিয়ে নির্মিত নাটকটির এটি ২৫ তম মঞ্চায়ন। নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও ফারজানা রনি এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই। নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন, নূর হোসেন রানা, নিথর মাহবুব, ফারাহ ফেন্সী, আলেয়া বেগম আলো, অহনা, সানজিদা রোজ, ইকবাল, মোক্তার, জারা অন্তরা, মিলন, জীবন, ছোট আমির, প্রদীপ কুমার ঘোষ, সৈয়দ আজাদ প্রমুখ ।
ছবিঃ দামাল ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।