নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি বাদল রায়। গত বুধবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকার ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। বাদল রায় বলেন, ‘বাফুফে আজ অর্থ লোপাটের এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই আমি এই প্রতিষ্ঠান প্রধান কাজী সালাউদ্দিনকে নিজ ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের আহ্বান জানচ্ছি।’
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও ফুটবল সংগঠক তরফদার মো: রুহুল আমিনের আমন্ত্রণে অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিনশিপ লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৫৬টির মধ্যে ৪০ ক্লাাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিজ বক্তব্যে বাদল রায় আরো বলেন, ‘আমি বাফুফের সহ-সভাপতি। এ অনুষ্ঠানে আমার আসার কথা ছিল না। কিন্তু একজন সাবেক খেলোয়াড় ও তৃণমূলের সংগঠক হিসেবে নিজেকে আটকে রাখতে পারিনি। বাফুফের বর্তমান নেতৃত্ব কোনো ভাবেই ফুটবলকে যুগপযোগীভাবে এগিয়ে নিতে পারছে না। তার প্রমাণ সাইফ পাওয়ারটেকের সঙ্গে অনৈতিক ও অন্যায়ভাবে চার বছরের চুক্তি বাতিল করা।’ তিনি যোগ করেন, ‘বাফুফের প্রতিটি সাব-কমিটিকে ছেটে ফেলা হয়েছে। কিন্তু কেউ প্রতিবাদ করে না। আজ আপনারা জবাব চাইবেন। কেন প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লিগ বন্ধ। দেশে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী থাকা সত্তে¡ও ফুটবলে উন্নয়নের ছোয়া লাগেনি।’
তরফদার মো: রুহুল আমিন জানান, আগামী ২ বছর তার প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক ঢাকার ৫৬টি ক্লাবকে পৃষ্ঠপোষকতা করবে। দেশের ফুটবলকে এগিয়ে নিতেই তাদের এই উদ্যোগ। তিনি বলেন, ‘ফুটবলে ক্লাবের অবদান সর্বদাই অপরিসীম। বলা হয় ক্লাব ইজ দ্য হার্ট অফ ফুটবল। বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো অনেক ত্যাগের মধ্য দিয়েও ফুটবল নিয়ে কাজ করছে। আজ আমার মনে হয়, আমরা দিক নির্দেশনাহীন ও পরিকল্পনাহীন ভাবেই এগুচ্ছি। যে পথে কোনদিনও বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হবে না। আপনাদেরকে তাই অনুরোধ জানাচ্ছি, ঢাকার ফুটবল ক্লাবগুলোকে নিয়ে একটি সংগঠন দাড় করানো যায় কিনা তা ভেবে দেখতে।’
অনুষ্ঠানে উপস্থিত আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মুুুমিনুল হক সাঈদ ক্লাবগুলোর একটি সংগঠন গঠনের প্রস্তাব দিলে তাতে সবাই সম্মতি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।