মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এখন অনেক মানহীন নাটক নির্মিত হচ্ছে। এসব নাটকে যারা অভিনয় করেন তাদের উচিৎ আগে নাটকের গল্পের মান বিচার করা। এ প্রবণতা এখন অনেকের মধ্যে নেই। নাটকের গল্প কেমন তা দেখেন না। এমনও ঘটনা ঘটছে, স্ক্রিপ্ট না দেখেই অনেকে অভিনয় করছেন। এতে নাটকটি ভাল হচ্ছে কিনা, দর্শক গ্রহণ করবে কিনা, তা ভেবে দেখেন না। কথাগুলো বলেন, নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। তিনি বলেন, স্ক্রিপ্ট ছাড়া অন দ্য স্পটে শুটিং করা হচ্ছে। অনেকে নিজেদের মতো করে সংলাপ দিচ্ছে। এ যদি হয় অবস্থা তাহলে ভাল নাটক হবে কিভাবে? আমাদের নাটকের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধ্বংস করার অধিকার কারো নেই। এদিকে লাভলু নতুন দুটি ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এর একটি রচনা করেছেন বৃন্দাবন দাস। আরেকটি কাজী শহিদুল ইসলাম। লকডাউন শেষ হলে নাটক দুটির শুটিং শুরু করবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।