Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চুর দাফন শনিবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:৪৪ পিএম
কিংবদন্তি ব্যন্ডসংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দাফন আগামী শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে। আয়ুব বাচ্চুর ছোট ভাই ইরফান এ তথ্য জানিয়েছেন।
 
ইরফান বলেন, ‘আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর হাই কোর্ট মাজারের ওখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার চট্টগ্রামে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হবে। সবাই বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন।’
 
বর্তমানে স্কয়ার হাসপাতালে মরহুমের গোসল করানো হচ্ছে। তারপর হাসপাতালটির হিম ঘরে লাশ সংরক্ষণ করা হবে।  
 
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে রংপুরে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। বুধবার সকালে পুরো টিম ঢাকায় ফেরে। আজ সকালে আইয়ুব বাচ্চু অস্বস্তি বোধ করছিলেন। তড়িঘড়ি করে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ