Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১০:৫৯ এএম
মাগুরায় বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে মাগুরা শহরের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- রিপন হোসেন (৪০) ও জাবেদ মৃধা (৩৫)। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপন হোসেনের মুখ, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের প্রায় ৫০-৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ফোলানোর কাজ করছিলেন বিক্রেতা রিপন। এ সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে রিপন ও জাবেদ দগ্ধ হন।
 
দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ