Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ তিন জন গ্রেফতার

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ তিন জনকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে মাগুরা শহরের ঢাকা রোড ্এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপর হামলা ও হত্যা প্রচেষ্টার পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, ২০১৩ সালে পুলিশের উপর হামলা ও হত্যা প্রচেষ্টার ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা রয়েছে। সদর থানা পুলিশ মঙ্গলবার রাতে শহরের ঢাকা রোড এলাকা থেকে রফিকুল ইসলাম রতন, সাদ্দাম হোসেন ও স্বক্ষর নামে এ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম রতন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে নিশ্চিত করেছে মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ তিন জন গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ