Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি নেতাদের হাত থেকে মেয়েদের রক্ষা করুন : রাহুল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রাহুল গান্ধীর আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর, যাঁর বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে, এবং উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, যিনি ধর্ষণে অভিযুক্ত হয়েছেন। যৌন হেনস্থার অভিযোগে বিজেপি নেতাদের জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বেটি বাচাও বেটি পড়াও’ শ্লোগানকে এক হাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার রাহুল বলেন, বেটি বাঁচাও, বিজেপি নেতাওঁসে, মন্ত্রীওঁসে, এমএলএ সে। মধ্যপ্রদেশের নির্বাচন উপলক্ষে সে রাজ্যের সেওপুর জেলায় আয়োজিত এক সভায় কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মোদীজি বেটি বাচাও বেটি পড়াও-এর দারুণ শ্লোগান দিয়েছিলেন। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এক সদস্যকে নিয়েই প্রশ্ন উঠে গেছে। উত্তরপ্রদেশে বিজেপি-র এক মন্ত্রী ধর্ষণে অভিযুক্ত, কিন্তু সে নিয়ে প্রধানমন্ত্রী কোনও কথা বলেন না।’’ রাহুল গান্ধীর আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর, যাঁর বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে, এবং উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, যিনি ধর্ষণে অভিযুক্ত হয়েছেন। রাহুল এদিন বলেন, ‘‘শুধু প্রধানমন্ত্রী নন, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীরাও এ নিয়ে টুঁ শব্দ করেননি। তিনি বলেন, ‘‘শ্লোগানটা একটু পাল্টে নিয়ে বলতে হবে বেটি পড়াও, বেটি বাঁচাও, বিজেপি নেতাওঁসে, মন্ত্রীওঁসে, এমএলএ সে।’’ ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ