Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইরিশ লেখিকা পেলেন ম্যান বুকার পুরস্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

এ বছর ম্যান বুকার পেয়েছেন আইরিশ লেখিকা আনা বার্নস। গত মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে তার হাতে ব্রিটিশ সাহিত্যে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে খ্যাত এই পুরস্কার তুলে দেওয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পাওয়া আনা পেয়েছেন পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড (প্রায় ৫৬ লাখ টাকা)। আনার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা রোজমেরি। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আনা জানিয়েছেন, তিনি স্তব্ধ ও বিমোহিত। বিচারকেরা বলেছেন, ‘কেবলই অবিশ্বাস’।
সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচটি উপন্যাসকে পেছনে ফেলে ‘মিল্কম্যান’ পুরস্কারের জন্য বিবেচিত হয় বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।
গত শতকের ৭০-এর দশকে উত্তর আয়ারল্যান্ডে ক্যাথোলিক-প্রটেস্ট্যান্ট সহিংসতার কালখন্ডকে ধরে লেখা উপন্যাসটিতে নারী, পুরুষ, ক্ষমতা ও এসবের অন্তর্গত দ্ব›দ্ব উঠে এসেছে। ১৯৬৯ সাল থেকে ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথভুক্ত দেশের লেখকদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ