মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রিমিয়ার একটি কারিগরি কলেজে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। গতকাল বুধবারের এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন। রাশিয়া থেকে ক্রিমিয়াকে সংযোগকারী নতুন ১৯ কিলোমিটার সেতু যে এলাকায় অবস্থিত সেই কার্চের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৫০ এবং নিহত ১৮ জন। আটটি অ্যাম্বুলেন্সের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে এবং বিমান মেডিক্যাল সেবা সংশ্লিষ্ট করা হয়েছে।’
ক্রিমিয়ার সংবাদমাধ্যমগুলো এর আগে জানায়, কলেজের শিক্ষার্থীরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিল এবং ভবনের কাঁচগুলো ভেঙে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে রাশিয়ার একজন কর্মকর্তা বলছেন, এটি সন্ত্রাসী হামলাও হতে পারে।
রুশ প্রেসিডেন্ট বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতদের দ্রুত সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। প্রয়োজন পড়লে গুরুতর আহতদের দ্রুত রাশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালে নেওয়া যায় সেই ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।