Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর সুর ও সঙ্গীতে প্লেব্যাক করলেন কনক চাঁপা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিশিষ্ট সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানের সুর ও সঙ্গীতে ৩২ বছর পর প্লেব্যাক করলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কনক চাঁপা। ৩২ বছর আগে ১৯৮৬ সালে ‘নাফরমান’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন মইনুল ইসলাম খান। এর মহরতে তখন গান গেয়েছিলেন এ্যান্ডু কিশোর ও কনকচাঁপা। দীর্ঘ ৩২ বছর পর আবারো মইনুল ইসলাম খানের সুর সঙ্গীতে ‘কবি’ চলচ্চিত্রে গান গাইলেন কনকচাঁপা। এই গানে করকচাঁপার সঙ্গে গেয়েছেন নবীন কন্ঠশিল্পী ইমরান এইচ চৌধুরী। গানের কথা লিখেছেন তুহিন তোফাজ্জল। গত ১৪ অক্টোবর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানের সঙ্গীত পরিচালনা প্রসঙ্গে মইনুল ইসলাম খান বলেন, ‘চলচ্চিত্রের গানে আমার সুর সৃষ্টির মৌলিকতা বজায় রাখতে গিয়ে অনেক অনুরোধের কাজ না করায় এতোদিনের বিরতি। তুহিন নিজে আমার কাজ করার ধরণ সম্পর্কে অবহিত হয়ে আমার কাছে এসেছে। তার চিন্তা ভাবনা ভালো লাগার কারণে কবি চলচ্চিত্রের কাজ করছি। কনকচাঁপার সঙ্গে নতুন শিল্পী ইমরান বেশ ভালো গেয়েছে। গানটি আমি অনেক যত্ম নিয়ে করেছি। আশা করছি, শ্রোতা দর্শকের ভালোলাগবে।’ কনকচাঁপা বলেন, ‘বরাবরের মতো যত্ম করে গাইবার চেষ্টা করেছি। সত্যি বলতে কী এমন একজন গুণী সঙ্গীত পরিচালকের সামনে গাইতে গিয়ে আমি এখনো ভয় পাই। কারণ ভুল ত্রু টি হলে তিনি বেশ বকা দেন। আশা করছি, এই গানের মেলোডি শ্রোতা দর্শককে মুগ্ধ করবে।’ উল্লেখ্য, মইনুল ইসলাম খান কনক চাঁপার স্বামী। ‘কবি’ চলচ্চিত্রে নায়ক নায়িকার ভূমিকায় থাকবে তামিম রাজ ও তাসনুভা রোজ। শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ