Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বললেন কনক চাঁপা

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নিজের ফেসবুক অভিজ্ঞতা নিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা সম্প্রতি তার ফেসবুক একাউন্টে একটি লেখা লিখেছেন। তার লেখায় ফেসবুকের অভিজ্ঞতাসহ অন্যান্য মতামত তুলে ধরেন। তার লেখার মূল প্রতিপাদ্য এখানে তুলে ধরা হলো। তিনি লিখেছেন, ‘ফেসবুক যখন শুরু করলাম তখন অনেক কিছুই বুঝতাম না। ডেকোরাম, ছোট খাট নিয়ম কানুন অনেক কিছুই। ইনবক্সে অনেক জঞ্জাল, অনেক অস্বস্তি। কিন্তু আমি জানতাম এগুলো পার হতে পারবো ইনশাআল্লাহ। ফেসবুকে আসার মোটিভ ঠিক করলাম ভালো কিছু কাজ করবো এখানে। সেটা আমি করছি আলহামদুলিল্লাহ। কিছু কাউন্সেলিং কিছু যোগাযোগ আর আমার স্কুল তো আছেই। কিছু লোক আছেন, যারা ইনবক্সে আই লাভ উ কয়, তাদেরকেও নিরস্ত করলাম। একসময় কমেন্ট পাবলিক করে দিলাম পাবলিকের অনুরোধে! যেইমাত্র ছবি দিয়ে বলেছি গান গাইতে যাই দোয়া কইরো বন্ধুরা। অমনি কমেন্ট আসলো গানের জন্য দোয়া? বুঝলাম এভাবে হবে না। পাবলিক আবার ব্লক করে দিলাম। অফিসিয়াল পেজ আমার আস্থা বাড়িয়ে দিল। ইতোমধ্যে সব শিখে গেছি। আবার স্ট্যাটাস পাবলিক করলাম। কথা হচ্ছে, আমার ছবিতে হাই হ্যালো, লাভ ইউ, অপূর্বÑমেলা কমেন্ট আসে। যেহেতু আমি জনগণের শিল্পী সব কিছুই মেনে নেই। এবং সব বয়সের মানুষের কমেন্টকে আশীর্বাদ হিসেবে নেই। তাই বলে আজাইরা আঘাত সইবো এমন উজবুক আমি নই। ভালো মন নিয়ে ভালো কাজ সব অবস্থাতেই করা যায়। অসম্ভব সৎসাহস, সৎমানসিকতা থাকা সত্ত্বেও দেশের জনগণের জন্য কাজ করার উদ্যোগ নিলাম কিন্তু পারিনি! তাই বলে ফেসবুক আমি সহসাই ছাড়ছি না। কারণ এখানে শুধু অন্যের জন্য না নিজের কিছু কাজকর্মের জন্যেও আসি। আমি আছি ইনশাআল্লাহ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বললেন কনক চাঁপা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ