Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ৮:২৮ পিএম

খাগড়াছড়ির রামগড়ে পিডিবির বৈদ্যুতিক খুঁটিতে ওয়াইফাইয়ের সুইচ বক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আজম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রামগড় বাজারে এ ঘটনা ঘটে।নিহত আলী আজম রামগড় উপজেলাার মুসলিমপাড়ার বাসিন্দা হাসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে আলী আজম রামগড় বাজারে পিডিবির ফোর ফোর্টি লাইনের খুঁটিতে স্থাপন করা ওয়াইফাইয়ের সুইচ বক্সে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। বিদ্যুৎ সঞ্চালন চালু অবস্থায় মইয়ে দাঁড়িয়ে ফোর ফর্টি লাইন থেকে সুইচ বক্সে কানেকশন নেয়ার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই তিনি মই থেকে ছিটকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে সংজ্ঞাহীন অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানার অফিসার ইনর্চাজ তারেক মো. আব্দুল হান্নান বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ