Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে নির্ঝঞ্ঝাট নির্বাচন হবে

ঢাকার সাথে বন্ধনকে পরবর্তী ধাপে নিয়ে যাবে বেইজিং

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, চীন বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায়। আমি আশা করি বাংলাদেশে খুব নির্ঝঞ্ঝাট সাধারণ নির্বাচন হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার সময় রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
ইউএনবিকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের মধ্যকার মূল বিষয়গুলোতে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে চীন ও বাংলাদেশ তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নীত করে ‘সম-সহযোগিতার বৃহৎ অংশীদার’ হিসেবে আবির্ভূত হবে। স্পষ্টতই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়ে রাষ্ট্রদূত জুয়ো বলেন, বাংলাদেশের জনগণের পছন্দকে চীন সম্মান জানাবে।
চীনা রাষ্ট্রদূত বলেন, আমি আশা করি চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব চিরস্থায়ী হবে। বাংলাদেশ-চীন সম্পর্কে অনেক সুযোগের আবির্ভাব হয়েছে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে সেগুলো অনুসন্ধান করা যায়।
২০১৬ সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত জুয়ো বলেন, এই ঐতিহাসিক সফরের মাধ্যমে দুই নেতা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট শি জিন দ্বিপাক্ষিক সম্পর্ককে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বে উপনীত করেছেন। তিনি বলেন, এটা বৃহত্তর সহযোগিতার জন্য সুযোগ সৃষ্টি করেছে। উভয় দেশ তাদের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
চীনা রাষ্ট্রদূত উল্লেখ করেন, দুদেশের মধ্যকার মূল বিষয়- অর্থনীতি ও বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও মানুষের সাথে মানুষের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতাকে পরবর্তী ধাপে উন্নীত করার জন্য প্রচেষ্টা চলছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় আসা রাষ্ট্রদূত জুয়ো বলেন, চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের পর থেকে চীন ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা ও বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি মানুষের সাথে মানুষের (সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যকার) সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
বহুল আলোচিত এক অঞ্চল ও এক পথ প্রকল্প নিয়ে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি ২০১৩ সালে বিষয়টি সামনে আনেন এবং তা সারা বিশ্ব থেকেই খুব ইতিবাচক সাড়া পেয়েছে।
উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে আমরা এখন খুব ভালো অবস্থানে রয়েছি-জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, প্রেসিডেন্ট শি’র রাষ্ট্রীয় সফরের মাধ্যমে যে সুযোগের সৃষ্টি হয়েছে তার পুরোটা কাজে লাগানো এবং দুদেশের জনগণের জন্য আরও ফল বয়ে আনার প্রত্যাশায় রয়েছেন তারা।
মানুষের সাথে মানুষের সম্পর্ক বিষয়ে গুরুত্ব দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে মানুষের সাথে মানুষের বিনিময় ও সংযোগ এক গুরুত্বপূর্ণ উপাদান।
রাষ্ট্রদূত দুই দেশের গণমাধ্যমের মধ্যে গভীর সহযোগিতার বিষয়ে জোর দিয়ে বলেন, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে।
তিনি বলেন, আমি গণমাধ্যমের ভূমিকার গুরুত্বে জোর দিতে চাই। যখন আমরা অর্থনৈতিক সহযোগিতা ও অন্য অনেক ক্ষেত্রে দৃষ্টি দেই তখন আমি বিশ্বাস করি চীন ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধনে ঐতিহ্যবাহী ও নতুন গণমাধ্যম উভয়ে সাহায্য করতে পারে।
শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত জুয়ো বলেন, চীন শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়। প্রতি বছর তিন হাজারের অধিক বাংলাদেশি শিক্ষার্থী চীনে শিক্ষাগ্রহণ করতে যায়। আমি বিশ্বাস করি, এটি আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আশা করি এই ক্ষেত্রে আমরা একসাথে সহযোগিতা বাড়াতে পারি।
ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী রাষ্ট্রদূত জুয়ো তরুণ ও নারীদের সংযুক্ত করে যোগাযোগ বিষয়েও উন্নতি প্রত্যাশা করেন।
তিনি বলেন, চীন ১৫০ জন বাংলাদেশি তরুণকে ১৫ দিনের যুব ক্যাম্পে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং এই কর্মসূচি খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি আমাদের নারী সদস্যদের মাঝে আরও যোগাযোগ হবে। তিনি সংস্কৃতি, শিল্পকলা ও পর্যটন খাতে বৃহত্তর সহযোগিতা ও যোগাযোগ বাড়াতে উদ্যোগ নিয়েও কথা বলেন। চীনা রাষ্ট্রদূত দুদেশের মধ্যকার বাস্তব অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধির জন্য আলোচনার কার্যকর ভিত্তি গড়ে তোলার প্রতি জোর দেন।
রাষ্ট্রদূত জুয়ো বলেন, বাংলাদেশ খুবই সমৃদ্ধিশালী দেশ যা বেশকিছু বিশ্ববিখ্যাত শিল্পী ও লেখকের জন্ম দিয়েছে। তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল কাজও স্মরণ করে বলেন, তিনি (রবীন্দ্রনাথ) চীনেও খুব বিখ্যাত ব্যক্তি। আমি এখানে আসার আগে তার বিখ্যাত কবিতা ‘আমার সোনার বাংলা’ পড়েছি। এই সাহিত্যকর্মটি আমাকে বাংলাদেশকে গভীরভাবে বুঝতে সাহায্য করেছে।



 

Show all comments
  • আরাফাত ১৭ অক্টোবর, ২০১৮, ৩:০১ এএম says : 0
    নির্ঝঞ্ঝাট নির্বাচনের কোন বিকল্প নেই।
    Total Reply(0) Reply
  • আজাদ ১৭ অক্টোবর, ২০১৮, ৩:০১ এএম says : 0
    এটা এখ দেশের ১৬ কোটি মানুষের দাবি।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ অক্টোবর, ২০১৮, ৮:৫৭ এএম says : 0
    বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, ‘চীন বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায়। আমি আশা করি বাংলাদেশে খুব নির্ঝঞ্ঝাট সাধারণ নির্বাচন হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার সময় রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে।‘ ওনার এইসব কথাগুলো বাস্তবায়িত দেখতে চাইলে ওনাকে অবশ্য একটা কথা স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে তাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তারা কিভাবে সেসময়ের স্বাধীনতার বিপক্ষের শক্তিকে পরাভূত করেছিল। যদিও বাংলাদেশের জন্ম হয়েছে অনেক আগে কিন্তু বাংলাদেশ থেকে কি সেই অপশক্তি দূরীভূত হয়েছে??? মুক্তিযুদ্ধের পক্ষের লোক মনে করে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো যদি তাদের স্বাধীনতার পরবর্তী অধ্যায়কে মনে রেখে কাজ করেন তাহলেই তার যে মহৎ ইচ্ছা বাংলাদেশকে নিয়ে সেটা বাস্তবায়িত করা সম্ভব। আর যদি তিনি এখানে যা বলেছে সেটা বাংলাদেশ তথা অন্যান্য দেশর কাছে বলার জন্যে বলে থাকেন তাহলে তিনি কৃতকার্য হতে পারবেন না এটাই সত্য। বর্তমান সরকারি দল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। সাথে সাথে তিনি বাংলাদেশের যে সুনাম করেছেন সেটাও সম্ভব হয়েছে এই দলেরই নেতৃত্বের কারনে এটাও মানতে হবে। আর এই উন্নয়নের ধারাকে চালিয়ে যাবার জন্যে যা করার প্রয়োজন সেটাও এরাই করতে পারবে এটাও সত্য। আল্লাহ্‌ আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন এটাই আমাদের বিশ্বাস। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ