Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ডিআইজির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর পুলিশ লাইনস অডিটোরিয়ামে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমের সভাপতিত্বে সভায় ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের ভীত হওয়ার কোন কারণ নেই। মাদক নির্মুলের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে তিনি বলেন, এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে ডিআইজি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগনের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি পুলিশের ইতিবাচক কর্মকান্ড বেশি করে প্রচারের উল্লেখ করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক তিস্তা সম্পাদক মিজানুর রহমান লুলু, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংবাদিক শাহরিয়ার হিরু, একরাম হোসেন তালুকদার, সালাহউদ্দীন আহমেদ, মাহফুজুর রহমান আনার, বিপুল সরকার সানী, আলমগীর হোসেন ও এমদাদুল হক প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ