পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিদেশ থেকে নেওয়া ঋণের বিপরীতে জামানত-সংক্রান্ত দলিল সংরক্ষণে এখন থেকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় ব্যাংকগুলো নিজেদের মতো করে এসব দলিল সংরক্ষণ করতে পারবে। অপর এক সার্কুলারের মাধ্যমে বিদেশি ঋণ পরিশোধের জন্যও ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না বলে উল্লেখ করা হয়েছে। এ-সংক্রান্ত দুটি সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠান জমির দলিল বা কোম্পানির ডকুমেন্ট জামানত হিসেবে নিয়ে থাকে। এসব সংরক্ষণের জন্য ওই প্রতিষ্ঠান এখানকার ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানকে এজেন্ট নিয়োগ করে। এতদিন এসব দলিল সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হতো। সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও বিডার অনুমোদন নিয়ে বেসরকারি খাতের উদ্যোক্তারা বাইরে থেকে ঋণ নিয়ে থাকেন। আর সরকারি খাতের অনমনীয় ঋণ নেওয়া হয় এ-সংক্রান্ত গঠিত স্থায়ী কমিটির অনুমোদনে। উভয় ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় ব্যাংক এখন থেকে জামানতি সম্পত্তির দলিল সংরক্ষণ করতে পারবে। অপর সার্কুলারের বিদেশি ঋণ পরিশোধের বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে, বিদেশি ঋণ পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের কোনো প্রয়োজন হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।