Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধ করে কাদের সিদ্দিকী কোটিপতি, অন্য মুক্তিযোদ্ধাগণ ভাত পায় না

ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেছেন, কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ করে কোটিপতি হয়েছেন অথচ তার অধীনে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা ভাত পাচ্ছেন না। সামনে নির্বাচনকে সামনে রেখে অনেকেই নৌকায় ওঠার চেষ্টা করবেন। আমরা সখিপুর বাসাইলবাসী তা হতে দিবো না, কারণ তিনি এক সময় নৌকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি আগেও ক্ষমতায় ছিলেন, কিন্তু সখিপুর-বাসাইলবাসীর জন্য কোন উন্নয়ন করেননি, যদি আবারো ক্ষমতায় আসার চেষ্টা করেন তবে সখিপুর-বাসাইলে কোন উন্নয়ন করবেন না, কাদের সিদ্দিকী এক সময় আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়েছেন, উনার ভুল নেতৃত্বের কারনেই সেদিন বাসাইল-সখিপুরের অগনিত নেতাকর্মী দিকভ্রষ্ট হয়েছিল, উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, কথা ছিল মানুষের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার সংস্থান করবেন, উনি শত কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু উনার নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করেছিল মৃত্যুর সময় তারা খাদ্য, অর্থ, চিকিৎসার অভাবে অনেক কষ্ট ও ক্ষোভ নিয়ে মৃত্যু বরণ করেন। তাই আমরা আগামীতে বাসাইল-সখিপুরে অহংবোধ, সামন্তবাদ ও আদিপত্যবাদ কোন নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে দিবো না। গত সোমবার সখিপুর-বাসাইল উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ পথসভায় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয় সৎ, যোগ্য, শিক্ষিত ও তারুন্য নির্ভর ত্যাগী নেতাদের মুল্যায়ন করবেন।



 

Show all comments
  • ১৩ নভেম্বর, ২০১৮, ৫:১৮ পিএম says : 0
    শতভাগ সঠিক মতামত.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের সিদ্দিকী

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ