Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ এক অভিযান চালিয়ে সানাউল্লাহ (৩৫) কে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তাকে গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার ছাতারপাইয়া এলাকা থেকে থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গ্রেফতার করে।

সানা উল্লা ছাতারপাইয়া গ্রামের কোটর বাড়ি মৃত বেলায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ ও সোনাইমুড়ি থানায় মাদক আইনে ৮টি মামলা রয়েছে। এছাড়াও মাদকের একটি মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরো ১৫দিনের কারাদন্ডের আদেশ প্রদান করে। রায়ের পর থেকে সে গ্রেফতার এড়াতে বিভিন্নস্থানে পালিয়ে ছিলো। সোমবার দিবাগত রাতে থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে মঙ্গলবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ