পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জেএসডি সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব বলেছেন, এই ঐক্য শুধুমাত্র কয়েকজন নেতার বা কয়েকটি দলের নয়। এ ঐক্য জনগণের ঐক্য। খুব শিগগিরই আরো কয়েকটি রাজনৈতিক দলসহ সরকারের একটি অংশ জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে। গত রোববার রাতে বেসরকারি টিভি চ্যানেল আর টিভিতে প্রতিক্রিয়ায় ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব বিকল্পধারাকে উদ্দেশ্য করে বলেন, কেউ নিজের ইচ্ছে ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলে, করার কিছু নেই। তবে কাউকে বের করে দেয়ার মানসিকতা ঐক্যফ্রন্টের নেই। এই জাতীয় ঐক্যফ্রন্ট ‘জনে জনে ঐক্য, ঘরে ঘরে ঐক্য’ এই স্লোগান নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা সকলের ঐক্যের মাধ্যমে এক গণজাগরণ সৃষ্টি করে এই কতৃত্ববাদী সরকারের অবসান ঘটাতে চাই। আমাদের লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা।
উল্লেখ্য, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য নিয়ে গত ১৩ অক্টোবর নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’র যাত্রা শুরু হয়েছে। এ ঐক্যফ্রন্টে কামাল হোসেনের জাতীয় ঐক্যপ্রক্রিয়া, আসম আবদুর রবের ও মাহমুদুর রহমান মান্নার যুক্ত ফ্রন্ট এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।
জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দিয়ে ড. কামাল হোসেন বলেন, কোনো দলের স্বার্থে নয়, জাতির স্বার্থে ১৬ কোটি মানুষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। জনগনের অধিকার, জনগনের মালিকানা প্রতিষ্ঠার জন্য আমরা আজকে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরু করছি। আশা করছি এটা সফল হবে। জনগণের ঐক্য কখনো ব্যর্থ হয়না। জনগণের ঐক্যের বিজয় সুনিশ্চিত। তিনি জনে জনে ঐক্য, ঘরে ঘরে ঐক্য ঘরে তোলার আহবান জানান। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।