রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৮০টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন উপলক্ষ্যে প্রতিটি মন্ডপে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবি কর্মীদের সমন্বয় নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য বছরের চেয়ে এবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে হিন্দু নেতারা জানিয়েছে। বিশিষ্ট আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, বিশিষ্ট আ.লীগ ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, শেড গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ডা. সঞ্জয় বাড়ৈ জয় জানান, অন্যান্য বছরের চেয়ে এবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা আনসার ভিডিপি অফিসার ক্ষিতিশ চন্দ্র ফলিয়া জানান, পূজার নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এক হাজার ৩৬০ জন পুরুষ ও মহিলা আনসার দায়িত্ব পালন করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।