Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ২৮০ মন্ডপে দুর্গাপূজা

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৮০টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন উপলক্ষ্যে প্রতিটি মন্ডপে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবি কর্মীদের সমন্বয় নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য বছরের চেয়ে এবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে হিন্দু নেতারা জানিয়েছে। বিশিষ্ট আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, বিশিষ্ট আ.লীগ ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, শেড গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ডা. সঞ্জয় বাড়ৈ জয় জানান, অন্যান্য বছরের চেয়ে এবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা আনসার ভিডিপি অফিসার ক্ষিতিশ চন্দ্র ফলিয়া জানান, পূজার নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এক হাজার ৩৬০ জন পুরুষ ও মহিলা আনসার দায়িত্ব পালন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ