Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারকীয় পন্থা নিয়েছে বিজেপি : সীতারাম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

কাশ্মীর প্রশ্নে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর মতে কাশ্মীরে নিজেদের উদ্দেশকে সফল করতে নারকীয় পন্থা নিয়েছে বিজেপি। উপত্যকার অশান্তিকে কাজে লাগিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে তারা। সীতারাম বলেন, শুধু কাশ্মীর নয় গোটা দেশেই ধর্মের ভিত্তিতে মেরুকরণের চেষ্টা করছে বিজেপি। দলের রাজ্য দপ্তরে শনিবার এক সাংবাদিক সম্মেলন থেকে এভাবেই তোপ দাগেন সীতারাম। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডর মান্নান বাশির ওয়ানির মৃত্যু হয়। এ প্রসঙ্গে ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে টুইট তর্কে জড়িয়ে পড়েন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গৌতম টুইটে দাবি করেন মান্নানের জঙ্গি হওয়ার নেপথ্যে ওমরের ভূমিকা আছে। পাল্টা ওমর বলেন কাশ্মিরের যুবকরা কীভাবে জঙ্গি হয়ে ওঠে তা জানা নেই গম্ভীরের। এ ব্যাপারেই প্রতিক্রিয়া চেয়ে সীতারামকে প্রশ্ন করা হয়। তাঁর জবাব দিতে গিয়ে সীতারাম বলেন, ‘ওই দুজনের মধ্যে কী কথা বার্তা হয়েছে তা আমরা জানা নেই। তবে এটুকু বলতে পারি কাশ্মীর সম্পর্কে বিজেপি নারকীয় নীতি নিয়েছে। উপত্যকায় অশান্তির সুযোগ নিয়ে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে।’ পাশাপাশি রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কেন তদন্ত হচ্ছে না তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন সীতারাম। ইন্ডিয়ান এক্সপেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীতারাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ