Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

পুলিশি ধাওয়া ও লাঠিচার্জ, আহত ৫

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১:০৭ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আদালতে ফরমায়েশি রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। আজ (রোববার) সকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের দক্ষীন তেহমুনী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আলীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে টহল পুলিশে একটি দল মিছিলের পিছন দিকে থেকে লাঠিচার্জ ও ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত ৫ নেতাকর্মী আহত হয়। এতে যুবদল নেতা পলাশ,মহিউদ্দিন,কাউছার,মনির হোসেনসহ ৫জন আহত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুবদলের সাবেক সাধারন সস্পাদক সাইফুল ইসলাম শাহীন,সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু পৌর যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সদর যুবদল সভাপতি মিলন মাহমুদু, সদর পশ্চিম যুবদল সভাপতি মহিউদ্দিন দিপু, সাধারন সস্পাদক এম এ মমিন, মুনসুর আহম্মদ,সাবেক ছাত্রনেতা শামছুল আহসান মামুন, গাজী সবুজ, জুয়েল, কামরুল হাসান মিশন প্রমূখ।,শান্তি পূর্ণ মিছিলে পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ