Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

রাজধানীতে ৩৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৩৩ হাজার ৩০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ফজলুল হক খান দিপু জানান, শুক্রবার রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এসি মার্কেটের সামনে থেকে হাবিব, জাকির ও ফারজানাকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যে হাতিরঝিলের উলন পাওয়ার হাউজ কলোনি থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খবির হোসেন ও ছালামতুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- শীর্ষ মাদক ব্যবসায়ী নূর উদ্দিন ওরফে অনিক, হোসেন আলী, জাফর আলম ও লিজা আক্তার।
ডিএনসি’র সহকারি পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম জানান, বৃহস্পতিবার শান্তিনগর থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব, বাবু, শাহিন, মিন্টুকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে চৌধুরীপাড়া আবুল হোটেল এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়। ওই পাঁচজনের তথ্যের ভিত্তিতে সিপাহীবাগের ইয়াবা ডন খ্যাত দরবেশ বাবা আলমগীরকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পরে জানা গেল এদের সবার বস ইয়াবা সম্রাট আবুল কালামের কথা। পরে মুগদার মদিনাবাগ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালামকে গ্রেফতার করা হয়। এ ছাড়া রামপুরা থেকে জুতার মধ্যে লুকানো ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।
ডিএমপির অভিযানে গ্রেফাতর ৪৩: এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৯০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪২ গ্রাম ১৫০ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা, ৬ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল মদ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ