Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচন না হলে রক্তপাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংস্বয় প্রকাশ করেছেন এলডিপি’র সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এ সংস্বয় প্রকাশ করেন। তিনি বলেন, দেশে আদৌ কোনো নির্বাচন হবে কিনা, তা নিয়ে আমি এখনো নিশ্চিত নই। নির্বাচন হলেও জনগণ ভোট দিতে পারবেন নাকি আরেকটি রক্তপাত অপেক্ষা করছে সে প্রশ্ন রয়েই যায়।
অলি আহমদ বলেন, বর্তমানে জাতির ক্রান্তিকাল চলছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। সেগুলো কীভাবে মোকাবেলা করব, সেটা ভাবা দরকার। আগামী নির্বাচনেও ২০১৪ সালের পুনরাবৃত্তি হবে বলে যারা মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। সেটা আর কখনোই হবে না। তবে নির্বাচনের বিষয়ে এখনো রাজনৈতিক সিদ্ধান্ত না হলে আরেকটি রক্তপাত হবে। তিনি বলেন, ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির আলাপ-আলোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সময় অনেক কম। আপনারা কী করছেন তাও আমরা দেখছি।
বি চৌধুরী প্রসঙ্গে কর্ণেল অলি বলেন, যাদের দুটি আসন নেই, তারাও দেখলাম ১৫০ আসন চাইছে। সময় থাকতে সবাইকে আমি সাবধান করছি। এত সহজেই আপনারা কোনো কাজ করতে পারবেন না। যে যতই আনন্দ করুক, তারা যে যা পাপ করেছেন, সেটা তাদের অন্তর জানে। আমি আবারো বঙ্গবন্ধুকন্যাকে আহ্বান জানাবো আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন; যাতে মানুষের ভোটাধিকারের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এর বাইরে কিছু করতে গেলে নির্বাচনের তারিখ ঘোষণার পরই দেশে আরেকটি রক্তপাত অপেক্ষা করছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক হুইপ আবদুল করিম আব্বাসি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল গণি, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা প্রমূখ।



 

Show all comments
  • Ali Ahmed ১৪ অক্টোবর, ২০১৮, ১১:১৬ এএম says : 0
    স্যার আপনেকে B,NPতে দরকার এখন
    Total Reply(0) Reply
  • Habibur Rahaman ১৪ অক্টোবর, ২০১৮, ১১:১৬ এএম says : 0
    রাইট
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ