Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি শ্রমিক নির্ভরতা কমাবে মালয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। এ লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং পরিশ্রমী দেশীয় কর্মীদের সংখ্যা বৃদ্ধি করবে তারা। দেশটির মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী মাহফুজ উমর স¤প্রতি এ কথা জানিয়েছেন। উপমন্ত্রী মাহফুজ উমর বলেন, ‘বিদেশী শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমানো মালয়েশিয়ার অনেক দিনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ কারণেই আমরা খুব শীঘ্রই দেশীয় কর্মীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের কাজ শুরু করবো। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ২০ লাখের বেশি বিদেশী কর্মী আছে যা মোট শ্রমশক্তির ১৯ শতাংশ। এ অবস্থাকে বিদেশী শ্রমিকের ওপর অতিনির্ভরশীলতা আখ্যায়িত করে তা চলতি বছরের মধ্যে এ সংখ্যা ১৭ লাখে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। এ লক্ষ্য পূরণ হলে মোট শ্রমশক্তিতে দেশটিতে বিদেশী শ্রমিকদের হার দাঁড়াবে ১১ শতাংশ। ভবিষ্যতে সর্বোচ্চ ১০ শতাংশে নামিয়ে আনা হবে বলে আশা করছে দেশটি। তবে এর নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কিছু জানাননি উপমন্ত্রী উমর। মালয়েশিয়া সরকার ২০২০ সালের মধ্যে মোট শ্রমশক্তিতে স্থানীয় দক্ষ শ্রমিকদের হার ৩৫ শতাংশে উন্নীতের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমানে ২৩ শতাংশ। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এটা সম্ভব বলে জানিয়েছেন মানবসম্পদ-বিষয়ক উপমন্ত্রী।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ জুন পর্যন্ত মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকের সংখ্যা ছিল ১৭ লাখ ৮০ হাজার। এরমধ্যে বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৮৯ জন। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ